হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে যুবকের এলোপাতাড়ি দায়ের কোপে স্বামী-স্ত্রীসহ আহত ৪

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে জাহিদ হোসেন (৩৫) নামের এক যুবকের এলোপাতাড়ি দায়ের কোপে চারজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মৌলভিবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জাহিদকে আটক করেছে।

আহত ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (৫৫), তাঁর স্ত্রী স্মৃতি বেগম (২৮), ফুয়াদ (২৬) ও তানজিল (১৮)। গুরুতর আহত মনির ও তাঁর স্ত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকি দুজনকে নেছারাবাদ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

প্রতিবেশী লিজা আক্তার বলেন, তারা সবাই একই বাড়ির লোক। মুনিরুল ইসলাম স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আজ ফজরের নামাজের পর মনিরের ঘরের চালে ঢিল মারছিলেন জাহিদ। এ সময় ডাক-চিৎকার দিলে ঘরের জানালা ভেঙে ভেতরে গিয়ে মনিরকে দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন জাহিদ। এ সময় মনিরের স্ত্রী এগিয়ে গেলে আঘাতে তিনিও আহত হন। পরে প্রতিবেশী ফুয়াদ ও তানজিল ইসলাম এগিয়ে গেলে তাঁরাও হামলার শিকার হন। আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির ও তাঁর স্ত্রীকে বরিশালে পাঠান।

আহত ফুয়াদ বলেন, ‘আজ সকালে ঘরে ঢুকে মনিরসহ তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়েছেন জাহিদ। আমরা এগিয়ে গেলে জাহিদের দায়ের কোপে আমিসহ আমার ভাগনে তানজিল আহত হয়েছি। একপর্যায়ে জাহিদকে ধরে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে জাহিদকে থানায় নিয়ে গেছে। আমরা জাহিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে জাহিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘অপরাধী জাহিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। শুনেছি, আহত দুজনের মধ্যে মনির ও তাঁর স্ত্রীর অবস্থা গুরুতর। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ