সাত বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক ছিলেন পারভেজ ব্যাপারী (৩৫)। এ বছর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। গতকাল শুক্রবার রাতে মুলাদী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পারভেজ ব্যাপারী বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গোসাইরহাট থানায় অস্ত্র মামলায় সাত বছরের সাজা হয়েছিল।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান কবির বলেন, ২০০৫ সালে পারভেজ ব্যাপারীর বিরুদ্ধে গোসাইরহাট থানায় একটি অস্ত্র মামলা হয়। ওই মামলায় ২০১০ সালে শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন। মামলার রায়ের পর সাজা এড়াতে পারভেজ দীর্ঘদিন পালিয়ে ছিলেন। এ বছর তিনি ঈদ করতে বাড়ি আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পারভেজকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।