হোম > সারা দেশ > বরগুনা

মারা গেলেন সেই স্কুল শিক্ষিকার স্বামীও

বরগুনা প্রতিনিধি

লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় মাসের মাথায় দগ্ধ বরগুনার বঙ্কিম চন্দ্র মজুমদার (৫৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বঙ্কিমচন্দ্র মজুমদার বরগুনা সদর উপজেলা ফুলঝুড়ি এলাকার বাসিন্দা। তিনি ফুলঝুড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের অবসরপ্রাপ্ত শিক্ষক।

জানা যায়, ২৫ ডিসেম্বর ২০২১ ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনা বঙ্কিমচন্দ্র ও তার স্ত্রী মনিকা রাণী উভয়ে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গত ১৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মনিকা রানী মৃত্যুবরণ করেন। মনিকা রানি হালদারও বরগুনা পৌর শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষক বঙ্কিমচন্দ্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ছালেক জানান, শনিবার মৃত শিক্ষকের মরদেহ বরগুনা পৌঁছানোর কথা রয়েছে। স্কুল প্রাঙ্গণে শিক্ষককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বঙ্কিমচন্দ্রের মৃত্যুর খবর জেনেছি। তাঁর মরদেহ শনিবার বরগুনায় পৌঁছানোর পর শেষকৃত্যর জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ