হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের বাগানে মিলল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিহত রাব্বি হাওলাদার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের তিন দিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গত ১৮ জানুয়ারি রাত ১টার দিকে রাব্বি বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ২১ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। পুলিশের তদন্তে রাব্বির বাড়ির পাশে গোডাউন এলাকায় বাগানের মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

ওসি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে নিহতের ভাই সাব্বির হাওলাদার বলেন, ১৯ জানুয়ারি রাত ১টার দিকে রেজাউল নামের একজনের ফোন পেয়ে রাব্বি ঘর থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে এলাকা থেকে তিনজন পলাতক রয়েছে। আমরা তাদেরই সন্দেহ করছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার ভাইকে এর আগেও পূর্বশত্রুতার জেরে তারা ধাওয়া দিয়েছে।

দশমিনায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ কৃষ্ণভক্তের মৃত্যু

সাইফের ওপর হামলার সন্দেহভাজন সাজ্জাদকে ছেলে দাবি করলেন ঝালকাঠির রুহুল আমিন

৪ দিন আগে বিয়ে করেছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

বরিশাল বারের নির্বাচন বয়কট আওয়ামী ও বামপন্থী আইনজীবীদের

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি, ‘ইতিবাচক’ বললেন স্থানীয়রা

কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

সেকশন