হোম > সারা দেশ > বরিশাল

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাবেক এপিএসের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির সদ্য সাবেক এপিএস শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নগরের হাতেম আলী কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তবে অভিযুক্তরা এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন প্রতিমন্ত্রীর সাবেক এপিএস শফিকুল। 

হামলার শিকার এপিএস শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ৯টার দিকে নাসির নামের একজনের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে।

তবে অভিযুক্ত নাসির দাবি করেছেন, চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছিলেন শফিকুল ইসলাম। কিন্তু চাকরি হয়নি। আবার টাকাও ফেরত দিচ্ছেন না। তিনি ওই টাকা ফেরত চাইতে গিয়েছিলেন। 

এদিকে এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে নাসিরসহ আটজনের নাম উল্লেখ করে শনিবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম বলেন, শফিকুল ইসলামের দায়ের করা মামলা খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, শফিকুল ইসলাম সরকারি একটি কলেজে প্রভাষক পদে কর্মরত অবস্থায় প্রতিমন্ত্রীর এপিএসের দায়িত্ব নেন। সম্প্রতি তিনি ওই পদে আর নেই। এ নিয়ে নানা গুঞ্জনও রয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ