নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির সদ্য সাবেক এপিএস শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নগরের হাতেম আলী কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
তবে অভিযুক্তরা এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন প্রতিমন্ত্রীর সাবেক এপিএস শফিকুল।
হামলার শিকার এপিএস শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ৯টার দিকে নাসির নামের একজনের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে।
তবে অভিযুক্ত নাসির দাবি করেছেন, চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছিলেন শফিকুল ইসলাম। কিন্তু চাকরি হয়নি। আবার টাকাও ফেরত দিচ্ছেন না। তিনি ওই টাকা ফেরত চাইতে গিয়েছিলেন।
এদিকে এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে নাসিরসহ আটজনের নাম উল্লেখ করে শনিবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম বলেন, শফিকুল ইসলামের দায়ের করা মামলা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শফিকুল ইসলাম সরকারি একটি কলেজে প্রভাষক পদে কর্মরত অবস্থায় প্রতিমন্ত্রীর এপিএসের দায়িত্ব নেন। সম্প্রতি তিনি ওই পদে আর নেই। এ নিয়ে নানা গুঞ্জনও রয়েছে।