প্রতিনিধি
কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নিজাম উদ্দিন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় টুরিজম পার্ক সংলগ্ন এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নিজাম উদ্দিনকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসে। মৃত যুবক কুয়াকাটা পৌরশহরের পাঞ্জুপাড়া এলাকার জয়নাল খানের ছেলে।
মৃতের চাচাতো ভাই জাহিদ খান আজকের পত্রিকাকে জানান, করোনার কারণে কিছুদিন আগে নিজাম ঢাকা থেকে বাড়িতে আসে। দুপুরের দিকে সে সৈকতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মহিপুর থানার ওসি তদন্ত মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।