Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

দশমিনায় মন্দিরে পূজা দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ মতুয়া গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

দশমিনায় মন্দিরে পূজা দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ মতুয়া গ্রেপ্তার
গ্রেপ্তার পলাশ হাওলাদার, বিপ্লব হাওলাদার ও বাবুল হাওলাদার। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কৃষ্ণভক্তের দায়ের করা মামলায় তিন আসামি গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মতুয়া সম্প্রদায়ের এবং ওই মামলার ২ নম্বর আসামি উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের পরেশ হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (৩৫), ৩ নম্বর আসামি বাবুল হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (৩৫) ও ১৬ নম্বর আসামি গৌরঙ্গ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে ১৪ জানুয়ারি রাতে এবং ১৫ জানুয়ারি সকালে মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে কৃষ্ণভক্ত ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৪ জন আহত হন। ৭-৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে কৃষ্ণভক্তের দেবাংশু হাওলাদারকে ১৮ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২১ জানুয়ারি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেবাংশু হাওলাদার।

ওই ঘটনায় কৃষ্ণভক্তের ভবরঞ্জন হাওলাদার বাদী হয়ে মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে থানায় মামলা করেন। এই মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে পলাশ হাওলাদার, বিপ্লব হাওলাদার ও বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতেই বিষয়টি দশমিনা থানায় জানানো হয়। পরে থানা-পুলিশ আজ বুধবার দুপুরে তাঁদের দশমিনা থানায় নিয়ে আসে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুলাদীতে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

স্কুলের মাঠ দখল করে বিএনপি নেতার ঘর

শিশুদেরও প্রবেশ ফি নিচ্ছে বরিশাল সিটি করপোরেশন

ভোলায় বিএনপি নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

যুব উন্নয়নের কোয়ার্টারে মিলল যুবকের ঝুলন্ত লাশ

ভোলায় জমি নিয়ে বিরোধ, মীমাংসা করতে গিয়ে বিএনপি নেতা খুন

কুয়াকাটা সৈকতে আনন্দ-উল্লাসে মেতেছেন পর্যটকেরা

ভোলায় থানা হাজতে আসামির মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না, প্রশ্ন জিহাদের বাবার