হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম মামুন ওরফে হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের ইছাপুরা গ্রামের চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। 

দুর্বৃত্তের হামলায় মামুন নিহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদপুর ইউপির চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার। তিনি বলেন, ‘হামলায় ঘটনাস্থলেই হাতকাটা মামুনের মৃত্যু হয়েছে।’ 

স্থানীয় লোকজন জানান, মামুনের বিরুদ্ধে দুটি হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। তিনি টানা তিনবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। ফরিদপুর ইউনিয়ন বাকেরগঞ্জের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত এলাকা। 

ইউপির চৌকিদার আবদুর রহিম বলেন, ‘মামুন হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে আক্রমণ করেন। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে ঢুকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়।’ 

রহিম আরও বলেন, ‘সবগুলো কোপ মামুনের মাথার ওপর দেওয়া হয়েছে। এতে মাথার খুলি বের হয়ে গেছে। হামলাকারীরা গুলি করলেও তা মামুনের গায়ে লাগেনি।’ 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছেন ইউপি সদস্য মামুন খুন হয়েছেন। তিনি ও কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যাচ্ছেন।

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সেকশন