Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুর আইনজীবী সমিতি: ফারুক সভাপতি–আহসানুল সম্পাদক নির্বাচিত

  পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর আইনজীবী সমিতি: ফারুক সভাপতি–আহসানুল সম্পাদক নির্বাচিত
ফারুক আহমেদ–আহসানুল কবির। ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি–সাধারণ সম্পাদকসহ ছয় পদে জয়লাভ করেছে। অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ সহসভাপতি–যুগ্ম সম্পাদকসহ সাতটি পদে জয়লাভ করেছে।

গতকাল রোববার ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হুমায়ুন কবির। এর আগে সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির ২৭৪ জন সদস্যের মধ্যে ২৩৬ জন তাঁদের ভোট দেন।

নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে অ্যাডভোকেট ফারুক আহমেদ সরদার ১২৩ ভোট পেয়ে সভাপতি ও অ্যাডভোকেট আহসানুল কবির বাদল ১৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহসভাপতি পদে নিজাম উদ্দিন সরদার ১১৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা ১১০ ভোট পেয়ে বিজয়ী হন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অপর বিজয়ীরা হলেন গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সুশেন হালদার, খেলাধুলা সম্পাদক আকন্দ মো. রুহুল আমিন ও সদস্য পদে আনোয়ার হোসেন তালুকদার।

অপরদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন অর্থ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, হিসাব নিরীক্ষক মিজানুর রহমান (২) ও সদস্য পদে শফিকুল ইসলাম (স্বপন), মনিরুজ্জামান ও মো. বায়েজীদ খান।

মুলাদীতে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

স্কুলের মাঠ দখল করে বিএনপি নেতার ঘর

শিশুদেরও প্রবেশ ফি নিচ্ছে বরিশাল সিটি করপোরেশন

ভোলায় বিএনপি নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

যুব উন্নয়নের কোয়ার্টারে মিলল যুবকের ঝুলন্ত লাশ

ভোলায় জমি নিয়ে বিরোধ, মীমাংসা করতে গিয়ে বিএনপি নেতা খুন

কুয়াকাটা সৈকতে আনন্দ-উল্লাসে মেতেছেন পর্যটকেরা

ভোলায় থানা হাজতে আসামির মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না, প্রশ্ন জিহাদের বাবার