হোম > সারা দেশ > ঝালকাঠি

রাজাপুরে নলকূপের পাইপে উঠছে গ্যাস, সতর্কতা জারি 

ঝালকাঠি (রাজাপুর) প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে নির্মাণাধীন একটি বাড়ির গভীর নলকূপের বসানো পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার নলকূপের জন্য নয় শ ৬০ ফুট নিচে বসানো পাইপ দিয়ে এ গ্যাস বের হয়। এ ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করে সতর্কতা জারি করেছেন। 

এদিকে মুহূর্তের মধ্যে গভীর নলকূপের বসানো পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমান। তারা গ্যাসে আগুন ধরে তা ছড়িয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন। 

বাড়ির মালিক মো. মোফাজ্জেল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘নলকূপে বসানোর একপর্যায়ে নয় শ ৬০ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে অনবরত প্রাকৃতিক গ্যাস বের হয়। একই সঙ্গে পানি ও বালুর উপচে পড়ছে।’ 

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনবরত প্রাকৃতিক গ্যাসই বের হচ্ছে। গ্যাস বের হওয়ায় সেখানের সব ধরনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই স্থান থেকে সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করার জন্য সতর্কতা জারি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা ছাড়া সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না।’ 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ যেন ওই স্থানে আগুন না জ্বালায়। পাইপের বন্ডিং সঠিকভাবে না হলে মাঝে মাঝে এ রকম ঘটনা বিভিন্ন স্থানে ঘটে এবং এটি প্রাকৃতিক গ্যাস। তাই প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। হয়তো থেমে যাবে।’

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ