ভোলা প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিন দিন ধরে বিদ্যুৎবিহীন ভোলার সাতটি উপজেলা। গত রোববার সকাল থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় ভোলার ৭টি উপজেলায় বিদ্যুতের দেখা মেলেনি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরবাড়ি, দোকান-পাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে মোমবাতি ব্যবহার করে চলছে প্রয়োজনীয় কাজকর্ম।
উপজেলাগুলো হলো—ভোলা সদর, দৌলতখান, বোরহান উদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা।
মঙ্গলবার উপজেলার বাজারগুলোতে সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা তাদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে রেখেছেন।
এ বিষয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে যাওয়ায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়াসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত বা নিরাপদ না করা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, জেলার ৭ উপজেলায় বোরহান উদ্দিন উপজেলা থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। কেন্দ্রটিতে ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যান্য উপজেলায়ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না।