হোম > সারা দেশ > বরিশাল

নলছিটি ইউএনওর অপসারণ দাবি ইউপি চেয়ারম্যানদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণ দাবি করেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। আজ বুধবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যানেরা ৯টি অভিযোগ তুলেছেন ইউএনওর বিরুদ্ধে। তাঁদের দাবি ইউএনও উন্নয়নকাজে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, বৈষম্য ও অর্থ আত্মসাৎ করছেন। যদিও নলছিটি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এসব অস্বীকার করে চেয়ারম্যানদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে উপজেলার কুলকাঠী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু লিখিত বক্তব্যে বলেন, ইউএনও মো. নজরুল ইসলাম যোগদানের পর থেকে নানা অনিয়ম করে যাচ্ছেন। তাঁর খামখেয়ালিপনার কারণে ইতিমধ্যে তাঁরা দুটি মাসিক সভা বর্জন করেছেন। গত ৮ ফেব্রুয়ারি ইউএনওর অপসারণ চেয়ে বিভাগীয় কমিশনার বরাবরও লিখিত অভিযোগ দিয়েছেন।

চেয়ারম্যানদের পক্ষ থেকে ইউএনওর বিরুদ্ধে আক্তারুজ্জামান বাচ্চুর উত্থাপন করা ৯টি অভিযোগ হচ্ছে-নলছিটি উপজেলার টিআর কাবিখার প্রকল্প ছাড় করা হচ্ছে না, উপজেলা পরিষদের আয় ও ব্যয়ের হিসেবে যথাযথভাবে হয় না, মাসিক সভায় জনপ্রতিনিধিদের বক্তব্য লিপিবদ্ধ না করে ইউএনও ইচ্ছে মতো রেজ্যুলেশন করেন, ইউএনও নজরুল ইসলাম বিজয় দিবসে ৩০ লাখ টাকা চাঁদা তুলেছেন, টিআর কাবিখার নীতিমালা অনুসরণ হচ্ছে না, জনপ্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সরকারি ঘর বরাদ্দের নামে টাকা হাতিয়ে নেওয়া, উপজেলা পরিষদের নারিকেল ও মাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং শুকনা খাবার ও কম্বল বিতরণেরও অনিয়ম করেছেন ইউএনও নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নকিবুর রহমান শাহীন, মগর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহীন, রানাপাশা ইউপি চেয়ারম্যান শাজাহান হাওলাদার, সুবিদপুর ইউপি চেয়ারম্যান গফফার খান, কুসঙ্গল চেয়ারম্যান আলমগীর হোসেন, দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তিনি শুনেছেন চেয়ারম্যানরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। তবে তাঁর দাবি টিআর কাবিখার কাজে চেয়ারম্যানেরা কাজ না করেই বিল চান। তিনি কেন ওই বিল দিবেন। নীতিমালা অনুযায়ী তিনি শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছেন। বিজয় দিবসে ৩০ লাখ টাকা চাঁদাবাজির কোনো ভিত্তি নেই।

ইউএনও দাবি করেন, তিনি যোগদানের ছয় মাস আগেই সরকারি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। তবে একটি সভায় কয়েকজন ইউপি চেয়ারম্যান আসেননি বলে শিকার করেছেন তিনি।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন