হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজের দুই দিন পর মো. শাকিব নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামসংলগ্ন মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত শুক্রবার সকালে মনপুরা ইউনিয়নের তুলাতলী মসজিদ ঘাটসংলগ্ন মেঘনায় নিখোঁজ ছিলেন ওই জেলে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মো. শাকিব (২৫) ১ নম্বর মনপুরা ইউনিয়নের কলাতরীর চরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে। 
 
স্থানী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তুলাতলী মসজিদ ঘাট নদীর পাড় থেকে সাঁতরে মাছ ধরার নৌকায় উঠতে গিয়ে মেঘনার প্রবল স্রোতের টানে ভেসে যান শাকিব। পরে জেলেরা দ্রুত নৌকা চালিয়ে মেঘনায় খোঁজ করলেও সন্ধান পাননি তাঁর। নিখোঁজের দুই দিন পর রোববার দুপুর ১২টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের পূর্ব পাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে শাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ