হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতালে পরিচালকের দায়িত্বে প্রথম সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়। ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের দায়িত্বে একজন সেনা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত শেবাচিম হাসপাতালে এই প্রথম পরিচালক পদে সেনা কর্মকর্তা পদায়ন হলেন।

বরিশাল বিভাগের প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতাল। বিভাগের ৬ জেলা ছাড়াও মাদারীপুর ও চট্টগ্রামের সন্দ্বীপের একাংশের মানুষ সেখানে চিকিৎসা নিতে যান। কিন্তু চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিতে প্রতিষ্ঠানটির সেবার মান তলানিতে।

এর আগে আন্দোলনের মুখে শেবাচিম হাসপাতালের তৎকালীন পরিচালক ডা. সাইফুল ইসলাম পদত্যাগ করেন। নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর আগামী রোববার যোগদান করতে পারেন বলে জানা গেছে।

সম্প্রতি নলছিটি থেকে চিকিৎসা নিতে আসা এক ছাত্রের মা মাহমুদা খানম বলেন, সরকারি হাসপাতালে সেবার চেয়ে টাকা গুনতে হয় বেশি। রোগী নিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রলি নিয়ে যিনি আসেন তাকে টাকা দিতে হয়। এরপর বুয়া, ওয়ার্ডবয় সবাই টাকা চান। এমনকি ছাড়পত্র নেওয়ার সময়ও টাকা দিতে হয় ওয়ার্ডে দায়িত্বে থাকাদের। তিনি বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষের সেবা বাড়ানোর জন্য সেনাবাহিনীকে ভূমিকা নিতে হবে।

সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু আজকের পত্রিকাকে বলেন, শেবাচিম হাসপাতালে গিয়ে জনসাধারণ সেবা পেতেন না। বহুদিন ধরে তাই একজন দক্ষ পরিচালকের প্রত্যাশা ছিল।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন