কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিটিসিএল, ডাক বিভাগ, সাবমেরিন কেব্ল, টেলিটকসহ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যতগুলো কোম্পানি আছে, সবগুলো জনগণের সেবায় স্মার্ট কোম্পানিতে রূপ দেওয়া হবে। পাশাপাশি এসব কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল শনিবার পটুয়াখালীর কুয়াকাটা টেলিফোন এক্সচেঞ্জ ও সাব-পোস্ট অফিসের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কুয়াকাটার সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশনের সক্ষমতা অনেক বেশি। আমাদের ক্যাপাসিটি এখন ৭ হাজার ২০০ জিপিবিএস। জনগণের চাহিদার থেকেও বেশি সক্ষমতা রয়েছে। ফলে আমরা ইন্টারনেটের দামটা কমিয়ে দিতে পেরেছি। ৯২ সালে সাবমেরিন কেব্ল বিনা মূল্যে পেয়েও জ্ঞানস্বল্পতায় তা হাতছাড়া করেছিল খালেদা জিয়ার সরকার।