নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে আগুনে পুড়ে নিহত তিনজনের পরিচয় মিলেছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের সাবেক এই মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
তিনতলা বাড়িটির সবকিছু পুড়ে গেছে। রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা দোতলার কক্ষ থেকে দগ্ধ তিনটি মরদেহ উদ্ধার করেন। বাড়িটিতে থাকতেন সদ্য সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। হাসানাত আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে। প্রায় চার দশক বরিশালে আওয়ামী লীগের রাজনীতি এই বাড়ি থেকে নিয়ন্ত্রিত হতো।
আগুনে পুড়ে নিহত তিনজনের একজন হলেন মঈন জমাদ্দার (৪৫)। তিনি মহানগর আওয়ামী লীগে সাদিক আবদুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাকেরগঞ্জের চরমাদ্দি ইউনিয়নের মজিবর রহমানের ছেলে।
নিহত অপরজন নুর ইসলাম নুরু (৪৫) নগরের নাজির মহল্লা এলাকার কাঞ্চন ফরাজির ছেলে। সাদিক আবদুল্লাহর একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি পরিচিত ছিলেন। নিহত প্রশান্ত (৩৪) ওই বাসার কর্মচারী। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়ায় তিনটি মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।