হোম > সারা দেশ > বরিশাল

আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ: ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। ছবি: সংগৃহীত

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

১০ নভেম্বর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলনের সময় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয়।

আইএইচটির অধ্যক্ষ ডা. মানষ কুমার কুণ্ডু জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী—রেডিওগ্রাফির দ্বিতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেনকে মাদকসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় পর্যন্ত তাঁর ছাত্রত্ব স্থগিত করা হয়।

আর ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে তৃতীয় বর্ষের ল্যাবরেটরি বিভাগের নাবিল মোস্তফা, ডেন্টালের জোবায়েদ আলম ফরিদ, ফার্মেসির মো. মুকিম আলম, ডেন্টালের মোহাম্মদ সাব্বির আহমেদ, ফিজিওথেরাপির এস এম সাহিবুল ইসলাম, দ্বিতীয় বর্ষের ফার্মেসির মো. রাইসুল ইসলাম, ফিজিওথেরাপির মো. বিল্লাল ও রেডিওগ্রাফির মো. ফয়সাল আলম সুজা। আর ফিজিওথেরাপির দ্বিতীয় বর্ষের মহিন উদ্দিনকে সতর্ক করা হয়েছে।

ডা. মানষ কুমার কুণ্ডু জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের সিদ্ধান্ত শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন