হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় নির্বাচনে দায়িত্বে অবহেলা, আটক ৩

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে ১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ জন পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। 

আজ রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন খান, পোলিং কর্মকর্তা ও কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল করিম ও জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমুর রানী বিশ্বাস।  

বিষয়টি নিশ্চিত করেছেন আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রিয়াজ হোসেন।

জানা গেছে, ভাইস চেয়ারম্যান দুই প্রার্থীর ব্যালট পেপার ভোটারের হাতে দিয়ে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটারের হাতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্র থেকে ভোটার বের হয়ে ম্যাজিস্ট্রেটকে জানালে তাৎক্ষণিক কর্মকর্তাদের আটক করা হয়। 

প্রিসাইডিং অফিসার মো. রিয়াজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভেতরে দায়িত্বরত ১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ জন পোলিং কর্মকর্তা তাদের দায়িত্বে অবহেলা করছেন। ম্যাজিস্ট্রেট এসে তাদের দায়িত্বে অবহেলার সত্যতা পেয়ে ৩ জনকে আটক করে নিয়ে যান। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পরে ৩ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক ইসিকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ