হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে লঞ্চের কেবিন থেকে ৮ যাত্রীর পাসপোর্ট উধাও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ১৯
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ৩৬
এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চ। ছবি: সংগৃহীত

বরিশাল নদীবন্দরে এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চের কেবিন থেকে যাত্রীদের আটটি পাসপোর্ট এবং ডলারসহ মালামাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লঞ্চ যাত্রী নগরীর কাউনিয়া ক্লাব রোডের বাসিন্দা তাপস জানান, পরিবারের সদস্যরা মিলে থাইল্যান্ড ভ্রমণে যাবেন। এ জন্য গতকাল রাতে বরিশাল থেকে ঢাকা যেতে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের তৃতীয় তলায় ৪২০ নম্বর কেবিন ভাড়া করেন।

কেবিনের মধ্যে পরিবারের আটজনের আটটি পাসপোর্ট, একটি ক্যাননের ক্যামেরা এবং ১৫০ ডলারসহ অন্য মালামাল ছিল। লঞ্চ ছাড়ার আগে কেবিনের দরজায় তালা দিয়ে লঞ্চের সামনে যান। ফিরে এসে দেখতে পান কেবিনের জানালা খোলা। ভেতরে ঢুকে দেখতে পান পাসপোর্ট, ডলার এবং ক্যামেরা খোয়া গেছে। লঞ্চ কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতক চন্দ্র সরকার বলেন, ঘটনার পর লঞ্চ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম বলেন, তাঁদের কাছে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। চুরির ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষের কোনো উদাসীনতা রয়েছে কি না সে বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বরিশালে বড় ইলিশের দেখা মিলছে না

নকশা না মেনে একের পর এক উঠছে ভবন

ছাত্রসংসদ নির্বাচনসহ ১৩ দফা দাবিতে বিএম কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন