কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে গভীর সমুদ্রে ডুবে যাওয়া পটুয়াখালীর কলাপাড়ার এফবি রহমাতুল্লাহ ট্রলারের সাত জেলে নিখোঁজের ১৩ দিন পর উদ্ধার হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ভোলার এফবি আরাফাত নামের একটি ট্রলার তাঁদেরকে কুয়াকাটায় নিয়ে আসে। এখনো সন্ধান মেলেনি জেলার রাঙ্গাবালী উপজেলার তিন ট্রলারসহ ২৫ জন জেলের।
সাত জেলে উদ্ধার হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। তিনি জানান, গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির কারণে কলাপাড়া ও রাঙ্গাবালীর চারটি ট্রলারসহ ৩২ জন জেলে নিখোঁজ হন। বঙ্গোপসাগরে চার দিন বিভিন্ন সামগ্রীর ওপর ভাসার পর ত্রিশবাম এলাকা থেকে ভোলার একটি ট্রলারের লোকজন কলাপাড়ার সাত জেলেকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া জেলেরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান অপু সাহা। তিনি বলেন, `উদ্ধারকারী ট্রলারটি মাছ শিকার শেষে তীরে ফেরায় জেলেদের ঘাটে পৌঁছাতে দেরি হয়েছে। নিখোঁজ তিনটি ট্রলারসহ ২৫ জেলেকে খুঁজে পেতে মৎস্য বিভাগ অনুসন্ধান চালাচ্ছে।’