Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছেন না মেয়র: খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছেন না মেয়র: খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘বরিশাল বিসিক শিল্পনগরীর কোনো প্রতিষ্ঠানকে বর্তমান মেয়র ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছেন না। এমনকি নারী ব্যবসায়ীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেয়রের দেখা পাচ্ছেন না। তাঁরা তাঁদের সমস্যার কথা বলতে পারছেন না। আমি মেয়র নির্বাচিত হলে এ সমস্যাগুলো আর থাকবে না।’
 
আজ রোববার দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বর্তমান মেয়র ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমালোচনা করে এসব কথা বলেন। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা হয়। 

বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিআইপি প্রেসিডেন্ট নিজাম উদ্দিন এতে সভাপতিত্ব করেন।  সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও মশিউর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট হান্নান মল্লিক, চট্টগ্রাম পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, চেম্বারের পরিচালক রেজিন উল কবির, বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি প্রমুখ।

‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ, গ্রেপ্তার ৪

ভোলায় হয়রানি বন্ধে ঘাট-বাজার তদারকি

বেশি দামে গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

সৌদির সঙ্গে মিল রেখে বরিশালের বিভিন্ন স্থানে ঈদ উদ্‌যাপন

ছোট সন্তানের মৃত্যুর দুবছর পর একসঙ্গে তিন ছেলেকে হারালেন নাসির

চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা

বরগুনাগামী লঞ্চে স্টাফদের সঙ্গে যাত্রীদের মারামারি, আটক ২৮

বাড়ির কাছে এসে আটকে যায় বাউফলবাসী

ঈদের শুভেচ্ছা পোস্টার সাঁটানো নিয়ে বিএনপির দুই নেতার মারামারি

ঝালকাঠিতে ছাত্রলীগ নেতা অনিম গ্রেপ্তার