হোম > সারা দেশ > ঝালকাঠি

কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুরে মুখে গামছা বেঁধে কিশোরীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের মামলার আসামি শাকিলকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে নগরীর রূপাতলীতে র‍্যাব-৮ এর সদর দপ্তরের মিডিয়া রুমে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। 

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁও এলাকায় র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ শাকিল রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকের এই ঘটনায় শাকিলকে একমাত্র আসামি করে রাজাপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। 

সংবাদ সম্মেলনে র‍্যাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান বলেন, ঘটনার দিন কিশোরী তার খালার বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিল। তখন রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাকিল তাকে অনুসরণ করে। কিশোরী উপজেলার বাইপাস মোড় অতিক্রমকালে শাকিল তার মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায়। তারপর পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে পলিয়ে যায়। 

পরবর্তীতে ওই কিশোরীর বাবা শাকিলকে একমাত্র আসামি করে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে তাকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ