বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুরে মুখে গামছা বেঁধে কিশোরীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের মামলার আসামি শাকিলকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে নগরীর রূপাতলীতে র্যাব-৮ এর সদর দপ্তরের মিডিয়া রুমে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁও এলাকায় র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ শাকিল রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকের এই ঘটনায় শাকিলকে একমাত্র আসামি করে রাজাপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।
সংবাদ সম্মেলনে র্যাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান বলেন, ঘটনার দিন কিশোরী তার খালার বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিল। তখন রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাকিল তাকে অনুসরণ করে। কিশোরী উপজেলার বাইপাস মোড় অতিক্রমকালে শাকিল তার মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায়। তারপর পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে পলিয়ে যায়।
পরবর্তীতে ওই কিশোরীর বাবা শাকিলকে একমাত্র আসামি করে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে তাকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।