হোম > সারা দেশ > বরিশাল

নলছিটিতে বৃদ্ধকে আটকে রেখে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা ২ মেয়ের, উদ্ধার করলেন ইউএনও

ঝালকাঠি প্রতিনিধি  

নলছিটিতে বৃদ্ধকে আটকে রেখে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে মোশাররফ হোসেন তালুকদার (৭০) নামের এক ব্যক্তিকে আট দিন ধরে আটকে রেখে জমি লিখে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর দুই মেয়ে। খবর পেয়ে গতকাল বুধবার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে স্থানীয় প্রশাসন তাঁকে উদ্ধার করে।

উদ্ধারের পর মোশাররফ হোসেন তালুকদার বলেন, ‘আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মেয়েদের অনুমতিতে দ্বিতীয় বিয়ে করে নলছিটিতে বাসা ভাড়া নিয়ে থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। আমার স্ত্রী বিষয়টি জানতে পেরে ইউএনও স্যারকে জানালে তিনি এসে আমাকে উদ্ধার করেন।’

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাকি আক্তার বলেন, ‘তিনি আমাদের জন্মদাতা পিতা হওয়া সত্ত্বেও আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাঁকে আটকে রাখা হয়েছে। আমাদের নামে সম্পত্তি দিতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীসহ কয়েকজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গেলে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে, সম্পত্তি লিখে নেওয়ার জন্য মেয়ের জামাতার বাড়িতে আট দিন ধরে তাঁকে আটকে রাখা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করার পাশাপাশি উভয়কে একসঙ্গে বসে বিষয়টি সমাধানের কথা বলা হয়।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন