হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার বাবা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হলেন বাবা। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজারে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার চেয়ে আজ সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবুল কাশেম নামের আহত ওই ব্যক্তি। অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান। 

জানা গেছে, আবুল কাশেম গাজীর মেয়ে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় হাসানসহ দুই-তিনজন যুবক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যার পর ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত মো. হাসান, মো. ফারুক ও মো. সাব্বির। এ সময় তাঁদের বাধা দিলে আবুল কাশেমকে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। 

আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘মো. হাসান, মো. ফারুক ও মো. সাব্বির দীর্ঘদিন ধরে আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে। বর্তমানে স্কুল বন্ধ থাকায় আমার মেয়েকে উঠিয়ে নিতে তাঁরা আমার বাড়িতে আসে। এ সময় আমি বাধা দিই। পরে রাত সাড়ে ৮টার দিকে আমি বাজারে গেলে তাঁরা আমাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।’ 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম। সম্পূর্ণ অন্যায়ভাবে সংঘবদ্ধ হয়ে কাশেমের ওপর হামলা চালায় উত্ত্যক্তকারীরা।’ 

এদিকে হামলার কথা স্বীকার করে অভিযুক্ত হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমাকে গালমন্দ করায় আমি তাঁর বাবাকে পিটিয়েছি।’ 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

সেকশন