নোয়াখালী প্রতিনিধি
ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে নোয়াখালীর আটটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হয়ে আছে জেলার প্রায় ২০ লাখের বেশি মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার প্রায় ৩৮৮টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় বেশির ভাগ এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিছেন এলাকাবাসী।
বেশির ভাগ বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় বন্যাকবলিত লোকজন পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া অনেকেই বহুতল ভবনে থাকেন এমন আত্মীয়স্বজনের বাসা-বাড়িতে গিয়ে উঠেছেন।
আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের অভিযোগ, সরকারিভাবে তাঁদের খাদ্যসহ পর্যাপ্ত সহযোগিতা করা হচ্ছে না। তবে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকা লোকজন ও সংগঠনের সহযোগিতায় আশ্রয় নেওয়া লোকজনকে খাবার দেওয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে ৪ হাজার ৬৮৬ হেক্টর আমনের বীজতলা, আবাদ করা আমনের ক্ষতি হয়েছে ২৬ হাজার ৯০০ হেক্টর। এ ছাড়া আবাদ করা আউশের খেত নিমজ্জিত হয়েছে প্রায় ৫ হাজার ৩৭৭ হেক্টর জমি।