রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় ১২৫ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে রামগড় পৌরসভার ফরেনার্স চেকপোস্টে তল্লাশি চালিয়ে মদসহ দুজনকে আটক করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ইমন হোসেন হৃদয় ও ফরিদুল ইসলাম মেহেদী খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
রামগড় থানা-পুলিশ জানায়, মাদক পরিবহনকারী অ্যাম্বুলেন্সটি খাগড়াছড়ি থেকে বারইয়ারহাট যাচ্ছিল। ফরেনার্স পোস্টের সামনে পুলিশের তল্লাশি দেখে গাড়িটি গতি পরিবর্তন করতে চায়। এ সময় রামগড় থানার পুলিশ অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১২৫ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করে। তা ছাড়া অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রামগড় থানার ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অ্যাম্বুলেন্সের সিটের ওপর চাদর দিয়ে ঢেকে লাশের মতো করে মদ রাখা ছিল। পুলিশ তল্লাশি চালিয়ে মদসহ দুজনকে আটক করে। এ বিষয়ে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।