পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
ইউপিডিএফের কর্মী-সমর্থকেরা সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও বালুর বস্তা ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে করে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলেছে। অবরোধে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
এদিকে নিহত তিনজনের মধ্যে সিজন চাকমার স্ত্রী টুপি চাকমা এ ঘটনায় পানছড়ি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বুধবার জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় ইউপিডিএফের (প্রসিত) তিন সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।