Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে উত্তাল সমুদ্রে জাহাজডুবি, ৫ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে উত্তাল সমুদ্রে জাহাজডুবি, ৫ নাবিক উদ্ধার

চট্টগ্রামে উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে `একরাম জুনায়েদ-২' নামের একটি বালুবাহী বাল্কহেড জাহাজ ডুবে গেছে। গতকাল শনিবার দুপুরে বঙ্গোপসাগরের সন্দ্বীপের ভাসানচর গ্রিন বয়ার কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

কাছাকাছি থাকা ওটি চিটাগাং নামের একটি তেলের জাহাজ ওই জাহাজের পাঁচ নাবিকের সবাইকে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিরা হলেন আবদুল মালেক, শাহীন, জসিম, মেহেদী ও আসাদ। ঘটনার দিন রাতেই তাঁদের উদ্ধার করে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটে পৌঁছায় ওটি চিটাগাং জাহাজটি।

উদ্ধারকারী জাহাজের সুপারভাইজার রুবেল নিজাম জানান, বালুবাহী জাহাজটি ঢাকা থেকে কক্সবাজারের মাতারবাড়ীর দিকে যাচ্ছিল। মূলত এসব জাহাজের ছোট নদীতে বালু বহন করার কথা। আর এখন সমুদ্র উত্তাল। এ সময় এ ধরনের জাহাজ সাগরে নামার কথা নয়। সাগরে নাবিকদের চিৎকার শুনে এগিয়ে যান তাঁরা। ওই জাহাজটির মালিকের সঙ্গে কথা বলে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কোস্টগার্ডের পূর্ব জোনের জনসংযোগ শাখার দায়িত্বে থাকা লে. রউফ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে যাওয়ার আগে আরেকটি জাহাজ তাঁদের উদ্ধার করে।’

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার