হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে নিরলস সেবা দিচ্ছে রেড ক্রিসেন্টের সদস্যরা

প্রতিনিধি (মাটিরাঙ্গা) খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাটিরাঙ্গা ইউনিটের স্বেচ্ছাসেবকেরা। বাংলাদেশে করোনার টিকা কার্যক্রম শুরু থেকে কোভিড-১৯ টিকাদান বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতার জন্য প্রতিদিন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি বুথে রেড ক্রিসেন্টের ৮ জন সদস্য কাজ করে যাচ্ছে। 

রেড ক্রিসেন্ট সোসাইটির মাটিরাঙ্গা উপজেলা ইউনিটের যুব উপদেষ্টা মো. ফরিদ উদ্দিন জানান, যে কোনো পরিস্থিতিতে সকল প্রকার ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমাদের প্রথম কাজ হলো সেবা দেওয়া। মানবসেবায় নিজেকে নিয়োজিত করার জন্য এই টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত আছি। 

ক্রীড়া ও সংস্কৃতি বিভাগীয় প্রধান মামুনুর রশীদ বলেন, মানুষ মানুষের জন্য। এই বিশ্বাসকে ধারণ করেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্টের সদস্যরা। যারা এখনো সুস্থ আছেন তাদের রক্ষা করার জন্য যে কোনো ধরনের সাহায্যমূলক কাজে অংশ গ্রহণ করা আমার জন্য অনেক সৌভাগ্যের। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাটিরাঙ্গা উপজেলা ইউনিটের যুব প্রধান কমল কৃষ্ণ জানান, সরকারের টিকাদান কর্মসূচিকে সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাটিরাঙ্গা উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকেরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। 

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম বলেন, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা টিকা নিতে আসা ব্যক্তিদের নিবন্ধন, টিকাদান কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখা ও টিকা নিতে আসা ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের সহায়তা প্রদানসহ টিকা গ্রহণের পর পর্যবেক্ষণ কক্ষে দায়িত্ব পালন করছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ