হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদের কেনাকাটা নিয়ে বোনের সঙ্গে ঝগড়া, অভিমানে ‘আত্মহত্যা’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে বিউটি আকতার (২১) নামে এক তরুণী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ওই তরুণী একই এলাকার স্থানীয় মুহাম্মদ কামাল উদ্দিনের মেয়ে এবং কোরিয়ান কেইপিজেডের পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তৌহিদ জানান, ঈদের কেনাকাটা নিয়ে দুই বোনের মধ্যে একটু ঝগড়া হয়। ঝগড়ার পর রাগ করে ছোট বোন ঘর থেকে বেরিয়ে যায়, এরপরই বড়বোন বিউটি আকতার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানায়, দুই-একদিন আগে ঈদের শপিং নিয়ে বড়বোন বিউটি ও ছোট বোন সুইটির মধ্যে মান-অভিমান হয়। এরপরই রাগ করে সুইটি বান্ধবীর বাড়ি চলে যায়। এ নিয়ে একটু বিউটিকে সবাই বকাবকি করে। রোববার সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে ইফতার করে বিউটি অন্ধকার ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, ‘আনোয়ারায় ফাঁস লাগিয়ে এক তরুণী আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানতে পেয়েছি, ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ