Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদের কেনাকাটা নিয়ে বোনের সঙ্গে ঝগড়া, অভিমানে ‘আত্মহত্যা’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ঈদের কেনাকাটা নিয়ে বোনের সঙ্গে ঝগড়া, অভিমানে ‘আত্মহত্যা’

চট্টগ্রামের আনোয়ারায় ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে বিউটি আকতার (২১) নামে এক তরুণী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ওই তরুণী একই এলাকার স্থানীয় মুহাম্মদ কামাল উদ্দিনের মেয়ে এবং কোরিয়ান কেইপিজেডের পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তৌহিদ জানান, ঈদের কেনাকাটা নিয়ে দুই বোনের মধ্যে একটু ঝগড়া হয়। ঝগড়ার পর রাগ করে ছোট বোন ঘর থেকে বেরিয়ে যায়, এরপরই বড়বোন বিউটি আকতার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানায়, দুই-একদিন আগে ঈদের শপিং নিয়ে বড়বোন বিউটি ও ছোট বোন সুইটির মধ্যে মান-অভিমান হয়। এরপরই রাগ করে সুইটি বান্ধবীর বাড়ি চলে যায়। এ নিয়ে একটু বিউটিকে সবাই বকাবকি করে। রোববার সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে ইফতার করে বিউটি অন্ধকার ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, ‘আনোয়ারায় ফাঁস লাগিয়ে এক তরুণী আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানতে পেয়েছি, ঈদের কেনাকাটা নিয়ে ছোট বোনের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করে।’

চলছে খুঁড়িয়ে, আশা নতুন প্রকল্পে

প্রশাসনকে চাপ দিতে বার্তা পাঠান সহকারী প্রক্টর

যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীকে অপহরণ করে মালামাল লুটের অভিযোগ

রাউজানে ঋণের টোপ দিয়ে অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা ‘সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা’

আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বিজিবি

মডেল মসজিদ নির্মাণের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করা হবে: ধর্ম উপদেষ্টা

নিথর দেহে চট্টগ্রামে ফিরলেন আবদুল্লাহ আল নোমান

প্রবাসীর ৫ মেয়ে, লাখ টাকায় কেনেন অপহৃত ছেলেশিশু, অপহরণকারীসহ কারাগারে

চৌদ্দগ্রাম থানার ৫০০ গজ দূরে প্রবাসীর গাড়িতে ডাকাতি

হাতিয়ায় ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১০