হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এক যুবকের। আজ শনিবার বিকেলে ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত মেহেদী হাসান শান্ত (২৫) ওই গ্রামের সরকার বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। 

এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। তাঁরা হলেন মো. আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম, ছিকাব আলম ও রাসেল মিয়া। তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বাড়িও নুরপুর গ্রামে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে আজ বিকেলে নুরপুর গ্রামের সরকার বাড়ির মো. সাজিদুর রহমান সরকারের সঙ্গে হবির বাড়ির আল আমিনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আল আমিন ক্ষিপ্ত হয়ে সাজিদকে ঘুষি দেন। সাজিদ কোমর থেকে ছুরি বের করে এলোপাতাড়ি কোপাতে থাকেন। 

সাজিদকে থামাতে গিয়ে ছুরির এলোপাতাড়ি কোপে মেহেদী হাসান শান্তসহ পাঁচজন আহত হন। শান্তকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাস্তুরা জানান, পিঠের নিচে ছুরির আঘাত লাগায় শান্ত আগেই মারা গেছেন। 
 
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আমি এখন ঘটনাস্থল আছি। ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করছি। শান্তের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন