Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় চমেকে বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় চমেকে বিশেষ ব্যবস্থা

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আহতদের চিকিৎসাসেবার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পাঠানো হয়েছে মেডিকেল টিমও। 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে। তাঁরা তৎক্ষণাৎ আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠিয়েছে। 

চমেকের পরিচালক শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের ইমারজেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ ব্যবস্থায় তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টের ভেতরে ৪ জন মারা গেছেন। আরেকজন প্ল্যান্টের বাইরে মারা গেছেন।’ 

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে জানিয়েছেন, দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে। 

এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি। 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার