Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাদের মির্জার নেতৃত্বে বাদলের ওপর হামলার অভিযোগ, গুরুতর জখম

প্রতিনিধি

কাদের মির্জার নেতৃত্বে বাদলের ওপর হামলার অভিযোগ, গুরুতর জখম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের (৫০) ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় বসুরহাট বাজারের প্রধান সড়ক ইসলামী ব্যাংকের সামনে এ হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা বাদলের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করে।

বাদললের সমর্থক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মেয়র কাদের মির্জা তাঁর ৩০-৩৫ জন অনুসারী নিয়ে বসুরহাট বাজারে মহড়া দিচ্ছিলেন। ব্যক্তিগত গাড়ি নিয়ে মিজানুর রহমান বাদল ও সাবেক ছাত্রনেতা হাসিব আহসান আলাল ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। তাঁদের গাড়িটি বসুরহাট ইসলামী ব্যাংকের সামনে পৌঁছালে কাদের মির্জার নির্দেশে তাঁর অনুসারীরা বাদল ও আলালের ওপর হামলা চালায়। এ সময় বাদলের শরীরের বিভিন্ন অংশে জখম ও কানের একটি অংশ ছিঁড়ে যায়। একজন অটোরিকশা চালক তাঁকে উদ্ধার করে প্রথমে থানায় ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বাদলকে ঢাকায় পাঠান।

এদিকে, খবর ছড়িয়ে পড়ার পর উপজেলার পেশকারহাট রাস্তার মাথা, চরএলাহী, চরফকিরা ও চাপ্রাশিরহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে মিজানুর রহমান বাদলের সমর্থকেরা।

এ বিষয়ে কথা বলতে মেয়র আব্দুল কাদের মির্জার ব্যবহৃত সেলফোন নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তিনি জবাব দেননি।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বাদলকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। তিনি পুলিশকে জানান, আবদুল কাদের মির্জার নির্দেশে তাঁর অনুসারীরা এ হামলা চালিয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

noakhali-badol

এর আগে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচির ওপর হামলা চালানো হয়। নুর নবী চৌধুরী এখনো ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, পাঁচ মাস ধরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের দ্বন্দ্বে এলাকায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। দু’পক্ষই নিজেদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুসারী বলে দাবি করছে। ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা এক পক্ষের ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল অপরপক্ষের নেতৃত্ব দিচ্ছেন।

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ এরই মধ্যে একজন সাংবাদিকসহ দুজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক। দু’পক্ষের পাল্টাপাল্টি মামলায় উভয় পক্ষের দুই সহস্রাধিক নেতাকর্মী আসামি হয়েছেন। এসব মামলায় অনেকে জেল খেটেছেন এবং অনেকে এখনো জেলহাজতে রয়েছেন।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার