হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় জান্নাতুল ফেরদৌস (২৫) নামের এক তরুণী নিখোঁজের প্রায় দুই মাসেও কোনো হদিস মেলেনি। তাঁকে গুম করা হয়েছে বলে আশঙ্কা করছেন স্বজনেরা। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর তারেক মাহবুব মুন্না নামের এক প্রতিবেশী যুবকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন জান্নাতের মা হালিমা বেগম। তাঁর অভিযোগ, জান্নাতকে গুম করেছেন মুন্না। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্বজনেরা জানান, জান্নাতের সঙ্গে মুন্নার প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালে তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। ২০২৩ সালে মুন্নার সঙ্গে জান্নাতের বিয়ের ব্যাপারে গ্রাম্য সালিসে সিদ্ধান্ত হয়। কিন্তু মুন্না জান্নাতকে বিয়ে করেননি।
জান্নাতের মায়ের দাবি, ৫ সেপ্টেম্বর সকালে মুন্নার ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে জান্নাত আর ফেরেনি। তিনি বলেন, ‘আমার মেয়েকে উদ্ধারের জন্য মামলা করলেও পুলিশ এখনো তাঁর বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। আমার মেয়েকে মুন্না গুম করেছে। তাঁকে গ্রেপ্তার করলেই আমার মেয়ের সন্ধান পাব।’
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কাউছার বলেন, ‘আমরা চেষ্টা করছি এবং মোবাইল ফোন নম্বর ট্র্যাকিং করে কিছু লোকেশন পেয়েছি। কিন্তু সেখানে মুন্না নেই। আসামি গ্রেপ্তার এবং ওই তরুণীকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’