চট্টগ্রাম: নগরীর হালিশহর এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৩৯ লাখ টাকার জর্দা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের হালিশহর শাখাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ জর্দা জব্দ করা হয়। আটককৃত জর্দার ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটককৃত জর্দার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, অবৈধ পণ্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট বেশ কিছু অভিযান ও ব্যবস্থা গ্রহণ করেছে। সে কারণে অবৈধ তামাকজাত পণ্যের ভ্যাট ফাঁকির জন্য কতিপয় অসাধু ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে বেছে নিয়েছে। এ বিষয়ে ভ্যাট আইনানুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।