Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘চাটগাঁইয়া পোয়া নাই, মানিত ন পারির’

তাসনীম হাসান, ঢাকা

‘চাটগাঁইয়া পোয়া নাই, মানিত ন পারির’

চট্টগ্রাম শহরের কাজDর দেউড়ি মোড় থেকে এক মিনিট দক্ষিণে হাঁটলেই ছোট্ট গলিটা। সেই গলি ধরে দুই পা সামনে বাড়ালেই চোখের সামনে ধরা দেবে চট্টগ্রামের ক্রিকেট আবেগের সবচেয়ে বড় ঠিকানাটি! লাল রঙের টাইলসে মোড়ানো পাঁচতলা ভবনটিই যে শহরের বিখ্যাত বাসিন্দা আকরাম খান-তামিম ইকবালের। দুই যুগ ধরে আইসিসির টুর্নামেন্ট মানেই ছিল এই ভবনের কারও না কারও উপস্থিতি।

এবার নিজ থেকে সরে যাওয়ায় তামিম ইকবাল নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। নেই চট্টগ্রামের আর কেউই। মনে আছে নিশ্চয়ই, ২৪ বছর আগে পুরো দেশ প্রথম আইসিসি ট্রফি জয়ের আনন্দে ভেসেছিল আকরাম খানের হাত ধরেই।

হাজী মুহfম্মদ মহসীন কলেজের শিক্ষক নজরুল ইসলাম বলছিলেন, ‘কৈশোরে আকরাম খান-মিনহাজুল আবেদীন নান্নুকে দেখে দেখে ক্রিকেটপ্রেমের শুরু। সেই প্রেম গভীর হয়েছে তামিম ইকবালের ব্যাটে চড়ে। বাংলাদেশ দলকে তো সমর্থন করিই। সেই দলে চট্টগ্রামের কাউকে দেখা মানে আরও গর্বের। ওই জায়গাটা এবার ফাঁকাই থাকল।’

কাজীর দেউড়ি এলাকার চা-দোকানি সাহাব উদ্দিনের কণ্ঠও ভিজে উঠেছে। চট্টগ্রামের ভাষায় বলছিলেন, ‘চাটগাঁইয়া পোয়া নাই দলত, মানিত ন পারির।’

তামিমকে চট্টগ্রামের মানুষের মিস করার কারণ তো আছেই। নান্নু-আকরামের পর বলতে গেলে চট্টগ্রামের ক্রিকেট পতাকাটা এক যুগ ধরে একাই ওড়াচ্ছেন তামিম। তাঁর আগে আফতাব আহমেদ, নাফিস ইকবাল, নাজিম উদ্দিনের ব্যাটের ফল্গুধারায় অনেকবারই হাসি ফুটেছে চট্টগ্রামের মানুষের মুখে। তবে লম্বা সময় তামিমের ব্যাটিংয়েই ধন্য হচ্ছেন তাঁরা।

তামিমের পর নাঈম হাসান-ইয়াসির আলী রাব্বীই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। বন্দরনগরী থেকে এরপর আর উঠে আসছে না কোনো ক্রিকেটার। অথচ জাতীয় দলকে দেখভালের দায়িত্বে বাংলাদেশ ক্রিকেটের যে দুটি বিভাগ, সেই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ও নির্বাচক প্যানেলের শীর্ষ পদে আছেন চট্টগ্রামেরই সাবেক দুই তারকা ক্রিকেটার আকরাম আর নান্নু।

বিশ্বকাপের মঞ্চে চট্টগ্রামের কেউ থাকবে না ভেবে নিরাশ আফতাব আহমেদ। গতকাল তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘খুবই হতাশার। ঢাকার পরই বড় শহর চট্টগ্রাম। এত বড় একটা শহরের কেউ যদি বিশ্বকাপ দলে না থাকে, এটা দেখার চেয়ে হতাশজনক আর কীই-বা হতে পারে?’  ক্ষোভ-হতাশা মিশে অগ্নিগর্ভ হয়ে উঠলেন আফতাব, ‘নিয়মিত চট্টগ্রামের ঘরোয়া লিগ হয় না। ক্রিকেটার উঠে আসার ধাপটা কোথায়?’

চট্টগ্রামের কেউ না থাকার বিষয়টি কষ্ট দিচ্ছে আকরামকেও। বাংলাদেশের প্রথম আইসিসি ট্রফি জয়ের নায়ক বলছিলেন, ‘খুব খারাপ লাগে। ক্রিকেটে চট্টগ্রাম যে পিছিয়ে আছে, এটাই প্রমাণ দিচ্ছে।’

আকরামের আশঙ্কার ডালপালা ছড়িয়ে পড়ছে আরেকটি বিষয় ভেবে। বললেন, ‘তামিম খেলা ছেড়ে দিলে আর কাউকে খুঁজে পাব কি না, কে জানে! চট্টগ্রামে খেলার মাঠ নেই। যেখানে অন্য অঞ্চল থেকে প্রচুর ক্রিকেটার উঠে আসছে, সেখানে চট্টগ্রামের তেমন নেই। বড় দুঃখ লাগে।’

বন্দর ইজারা দেওয়া রুখতে নগরীতে মশাল মিছিল

মোবাইল মেরামতের টাকা চাইতে গিয়ে খুন, মূল হোতা গ্রেপ্তার

ভিওআইপি সরঞ্জামসহ রামগড়ে আটক চীনা দুই নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

চট্টগ্রাম নগরী: সন্ত্রাসীরা খুনোখুনিতে, পুলিশ আছে হুংকারে

ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই: আমীর খসরু

চট্টগ্রামে ৫৩ দিনে চারবার ডিসি রদবদল

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিক দল নেতা খুন

রাঙামাটিতে চলছে দুই দিনব্যাপী লেখক সম্মেলন; অংশ নিচ্ছেন দেড় শতাধিক লেখক

পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

বিলাসবহুল গাড়িতে মিলল ৩ কোটি টাকার ইয়াবা, চালক পলাতক