হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্পিডবোট ডুবে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলায় (কাপ্তাই হ্রদে) কাট্টলি বিলে বালুভর্তি নৌকা ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা পর নিখোঁজ কলেজ শিক্ষার্থী রিটনের মরদেহ জেলেদের জালে উঠে আসে। এরও প্রায় ৪ ঘণ্টা পর কাট্টলী বিল থেকে এলিনা চাকমার মরদেহ হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। 

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রিটনের মরদেহ এবং রোববার সকাল ৬টার দিকে নিখোঁজ শিক্ষার্থী এলিনা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গত শুক্রবার কাট্টলী বিল এলাকায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার কার হয় এবং ২ জন নিখোঁজ হয়। দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করেন। গতকাল শনিবার সারা দিন ফায়ার সার্ভিসের ডুবুরীরা দুর্ঘটনা এলাকা ও আশপাশ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়। 

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে কাপ্তাই হ্রদে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানার সময় জালের সঙ্গে নিখোঁজ শিক্ষার্থী রিটন চাকমার মরদেহ উঠে আসে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। অন্যদিকে আজ রোববার ভোরে কাট্টলী বিল এলাকায় ইলিনা চাকমার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার–পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ‘নিখোঁজের পর থেকে আমাদের সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন। গতকাল (শনিবার) সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি। পরে গতকাল দিবাগত রাতে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ জেলেদের জালে উঠে আসে। অপর একজনের মরদেহ আজ (রোববার) সকালে হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার হয়।’ 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার