কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এস. এম মনির হোসেন সরকারকে হত্যার পরিকল্পনাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসী।
আজ সোমবার বিকেলে পদুয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ডের সদস্য, মহিলা সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকার আজকের পত্রিকাকে বলেন, আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া প্রার্থী এবং তাঁর লোকজন এ হত্যার পরিকল্পনায় জড়িত রয়েছেন। ইতিমধ্যে জুয়েল, জামাল এবং নাছির আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই পরিকল্পনার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।’