হোম > সারা দেশ > বান্দরবান

চাঁদা দাবি করায় থানচি সড়কে বাস চলাচল বন্ধ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিক-মালিকেরা। নিরাপত্তার অজুহাতে আজ বুধবার সকাল থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ পর্যটকেরা। 

পরিবহনশ্রমিকেরা জানান, কিছুদিন আগে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী থানচি সড়কের বাসমালিকদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাসমালিকেরা তাদের কাছ থেকে কিছুদিন সময় নেন। কিন্তু দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। তাই নিরাপত্তার কারণে এই সড়কে বাস চলাচল বন্ধ কর দেন পরিবহনশ্রমিকেরা। 

তবে বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের কার্যক্রম থাকলেও কারা চাঁদা দাবি করেছে, এই বিষয়ে পরিবহনশ্রমিকেরা নাম প্রকাশ করেননি। 

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিরাপত্তার কারণে পরিবহনশ্রমিকেরা সকাল থেকে থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বাস চলাচল স্বাভাবিক করা হবে।’ 

এ ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করায় পরিবহনশ্রমিকেরা থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ