Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদা দাবি করায় থানচি সড়কে বাস চলাচল বন্ধ

বান্দরবান প্রতিনিধি

চাঁদা দাবি করায় থানচি সড়কে বাস চলাচল বন্ধ

বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিক-মালিকেরা। নিরাপত্তার অজুহাতে আজ বুধবার সকাল থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ পর্যটকেরা। 

পরিবহনশ্রমিকেরা জানান, কিছুদিন আগে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী থানচি সড়কের বাসমালিকদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাসমালিকেরা তাদের কাছ থেকে কিছুদিন সময় নেন। কিন্তু দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। তাই নিরাপত্তার কারণে এই সড়কে বাস চলাচল বন্ধ কর দেন পরিবহনশ্রমিকেরা। 

তবে বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের কার্যক্রম থাকলেও কারা চাঁদা দাবি করেছে, এই বিষয়ে পরিবহনশ্রমিকেরা নাম প্রকাশ করেননি। 

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিরাপত্তার কারণে পরিবহনশ্রমিকেরা সকাল থেকে থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বাস চলাচল স্বাভাবিক করা হবে।’ 

এ ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করায় পরিবহনশ্রমিকেরা থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।’

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী