হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ২ হাজার মামলার নথি উধাও, থানায় জিডি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২০: ৪৪
আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ২০: ৪৪
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে সরকারি আইন কর্মকর্তার (মহানগর পিপি) কার্যালয় থেকে প্রায় দুই হাজার মামলার নথি উধাও হয়ে গেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জিডি গ্রহণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ্য করা হয়েছে, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকসহ প্রায় এক হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) খুঁজে পাওয়া যাচ্ছে না। মহানগর পিপির এখতিয়ারে থাকা অন্তত ৩০টি আদালতে চলমান মামলার নথি এগুলো।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত কক্ষের পাশেই পিপির কার্যালয়। এ কার্যালয়ের অভ্যন্তরে স্থান সংকুলান না হওয়ায় নথিগুলো বাইরের বারান্দার মেঝেতে রাখা হয়েছিল। রোববার দুপুরের দিকে নথিগুলো উধাওয়ের বিষয়টি জানাজানি হয়।

চট্টগ্রামে শিকলবাহা খালে জেলের জালে মর্টার শেল

ধানখেতের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে মা হাতির মৃত্যু

লামায় লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

আন্দোলনে প্রকাশ্যে গুলি করা ছাত্রলীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার