ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। বুধবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শাসিয়ালী গ্রামে এই ঘটনা ঘটেছে। ফরিদগঞ্জ থানা-পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ওই যুবকের নাম মো. হাসান (২৫)। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক আব্দুল কুদ্দুস ফোর্স সঙ্গে নিয়ে গিয়ে হাসানের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। হাসান ওই গ্রামের ওয়ালি উল্যা’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসান তাঁর ঘরের আড়ি কাঠের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। হাসান পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।