কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্রসৈকতে খেলতে গিয়ে তিন শিশু নিখোঁজ হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার উপজেলার বড়ঘোপ সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু আশেক (১২) বড়ঘোপ ওয়াইদ্যার পাড়ার বাদশার ছেলে। বাকি দুজন হলো আলী হোসেনের ছেলে আলিম উদ্দিন (১২) ও মো. হাসেমের ছেলে যাওয়াদ (৬)। এদের মধ্যে আশেক ও আলিম স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র এবং যাওয়াদ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
কুতুবদিয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার তপন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।’