হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেন্ট মার্টিনে মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবির মহাপরিচালক

টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শনসহ ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

আজ মঙ্গলবার সকালে সেন্ট মার্টিন পরিদর্শনের পাশাপাশি ৮০০ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম (পিবিজিএমএস) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শরীফুল ইসলাম জানান, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন সেন্ট মার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের ধন্যবাদ জানান তিনি। এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদৎসংকেত ঘোষণার পর থেকেই বিজিবি সদস্যরা উপকূলীয় অঞ্চলে মাইকিং করেন। বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দেন তাঁরা। এ ছাড়া ঘূর্ণিঝড়কবলিত এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র সরিয়ে নিতে বিজিবি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ