চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালানোর সময় মাদকসহ মো. রুবেল গাজী (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত ওই এলাকায় সড়কে পুলিশের সঙ্গে সমন্বয়পূর্বক এই ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে।
আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, ফরিদগঞ্জ বর্ডার বাজার এলাকায় সড়কে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পরিচালনা করা হয়। এ সময় ৪০টি যানবাহন তল্লাশি করা হয়।
তিনি আরও বলেন, তল্লাশির সময় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি রুবেল গাজীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি ইয়াবা, একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী এবং আটক মাদক কারবারিকে ফরিদগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।