Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাফ ফুটবলে নারী দলের সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে প্রেরণার সঞ্চার করবে: সেনাপ্রধান

কক্সবাজার প্রতিনিধি

সাফ ফুটবলে নারী দলের সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে প্রেরণার সঞ্চার করবে: সেনাপ্রধান
কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের সঙ্গে সেনা প্রধান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সাফ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।

গতকাল শনিবার রাতে কক্সবাজারের ইনানী সাগরপারের একটি হোটেলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং এক কোটি টাকার চেক দেওয়া হয়।

কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের সঙ্গে সেনা প্রধান। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের সঙ্গে সেনা প্রধান। ছবি: আজকের পত্রিকা

এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দলের সদস্য ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও রুপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপারের মর্যাদা পান।

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২২ ঘণ্টা পর লাশ হস্তান্তর

ছেলের সাফল্যে বাবার নেতৃত্বে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু

৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, প্রবাসী গ্রেপ্তার