Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রামু (কক্সবাজার) প্রতিনিধি

রামুতে ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

পর্যটনের পাশাপাশি কক্সবাজার হবে প্রযুক্তির ক্ষেত্রে উদ্যোক্তা তৈরির একটি নতুন গন্তব্য। আজ শনিবার সকালে দক্ষিণ মিঠাছড়ি রামুতে ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জুনাইদ আহমেদ পলক বলেন, ‘১৩ বছর আগে ডিজিটাল অর্থনীতির আকার ছিল মাত্র ২৬ মিলিয়ন ডলার। আর বর্তমানে তা ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। ২০২৫ সালে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন ডলার এবং প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি খাতে কর্মসংস্থান ৩০ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।’

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘জেলার তরুণ-তরুণীরা শুধু একটি ল্যাপটপ নিয়েই এই আইটি পার্ক থেকে বড় বড় কোম্পানিতে কাজ করে আউটসোর্সিং করে ডলার ইনকাম করতে পারবে। প্রতিবছর সরাসরি এই আইটি পার্কে ৩ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এ ছাড়া প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আরও ১ হাজার তরুণ-তরুণীর। 

অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, ‘আমাদের দুর্ভোগ লাঘব হবে, আমরা এর অপেক্ষায় আছি।’ 

জানা গেছে, ১৫০ কোটি টাকা ব্যয়ে পাঁচতলা এবং তাঁর পাশে একটি আবাসনের জন্য একটি তিনতলাবিশিষ্ট ভবন থাকবে। আগামী দুই বছরের মধ্যে পরিপূর্ণ অবকাঠামো তৈরি হবে বলে জানান বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ। 

অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্কের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে