হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সিফাত হোসেন (২৫) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন বেশ কয়েকজন যাত্রী । গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সিফাত হোসেন (২৫) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকা অতিক্রম করেছিল। এ সময় একটি এক্সকাভেটর (খননযন্ত্র) নিয়ে একই দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সকাভেটর বহন করা ট্রাক্টরটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় এক্সকাভেটরের কিছু অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। 

লাকসাম থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়া বলেন, দুর্ঘটনায় সিফাত হোসেন নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন