Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাকিজার মালিকের ৫ গাড়ি ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাকিজার মালিকের ৫ গাড়ি ক্রোকের আদেশ

চট্টগ্রামের ব্যবসায়ী, পাকিজা এন্টারপ্রাইজের মালিক মো. সিরাজউদ্দৌলার পাঁচটি বিলাসবহুল গাড়ি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৪৮ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় তাঁর গাড়িগুলো ক্রোকের আদেশ দেওয়া হয়। 

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দিয়েছেন। 

ব্যবসায়ী সিরাজউদ্দৌলা সীতাকুণ্ড উপজেলার জাহানাবাদ কদমরসুল এলাকার আমির হোসেনের ছেলে। 

আদেশের বিষয়ে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম জানান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড পাহাড়তলী শাখা থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি পাকিজা এন্টারপ্রাইজের মালিক মো. সিরাজউদ্দৌলা। ২০১৬ সালে ব্যাংক কর্তৃপক্ষ ঋণ আদায়ে তাঁর এবং তাঁর স্ত্রী ইশরাত জাহান মণির বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে। ওই ঋণের বিপরীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের কাছে সিরাজউদ্দৌলা যে স্থাবর সম্পত্তি জামানত রেখেছেন, তার বাজারমূল্য মাত্র ২ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকার সমপরিমাণ। এ কারণে ঋণের ঘাটতি পূরণে ব্যাংক কর্তৃপক্ষ অন্যান্য সম্পত্তির পাশাপাশি তাঁর কাছে থাকা পাঁচটি বিলাসবহুল গাড়ি ক্রোকের জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁর পাঁচটি গাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন। 

এদিকে গাড়িগুলো যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গাড়িগুলোর রুটপারমিট বাতিল করার জন্য বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের পরিচালককে নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

কসবায় পাহাড় কাটার সময় মাটিচাপায় মৃত্যু