Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী

বান্দরবান পৌরসভার উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গত সোমবার (১৯ জুন) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

২৬ জুন নির্বাচন কমিশন সরকারিভাবে এ বিষয়ে ফলাফল ঘোষণা করবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল করিম জানান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবির মৃত্যুজনিত কারণে নির্বাচন কমিশন ১ জুন মেয়র পদে উপনির্বাচন ঘোষণা করেন। আগামী ১৭ জুলাই পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত হয়েছিল। 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়া ও
মনোনয়নপত্র বাছাইয়ে শামসুল ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে। এ হিসেবে অন্য কোনো প্রার্থী না থাকায় মো. শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। 

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতিতে শামসুল ইসলামের পথচলা ১৯৯২ সালে, পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এই বিষয়ে শামসুল ইসলাম জানান, বান্দরবান পৌরসভাকে আধুনিক ও পর্যটকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামসুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। তিনি চলতি মেয়াদে আড়াই বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালে ১৫ দশমিক ৮৮ বর্গকিলোমিটার জায়গা নিয়ে বান্দরবান পৌরসভা ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে গঠিত হলেও ২০০১ সালে ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় বর্তমানে প্রায় ৭৫ হাজার মানুষ বসবাস করে। মোট ভোটার ৩৩ হাজার
৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬০১ জন, মহিলা ভোটার ১৫ হাজার ১৪৬ জন।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার