কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের স্থানকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের পর এই ঘোষণা দেন কুবির কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সাকিব হোসাইন।
এ সময় তাঁরা সে রাস্তার দুই পাশের দুটি গাছে ছাত্র আন্দোলন চত্বর লেখা দুটি বোর্ড ঝুলিয়ে দেন।
এর আগে তাঁরা আজ বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাস গেটে থেকে দক্ষিণ মোড় পর্যন্ত মিছিল নিয়ে যান। দক্ষিণ মোড় থেকে গতকালের সংঘর্ষের স্থানে অবস্থান নেন। সেখানে তাঁরা জাতীয় সংগীত পাঠ ও ১ মিনিট নীরবতা পালন করেন। এরপর শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ, টিয়ারগ্যাস ও লাঠিপেটার স্থানকে ‘আনসার ক্যাম্প মোড়’ থেকে পরিবর্তন করে ‘ছাত্র আন্দোলন চত্বর’ ঘোষণা করেন। পরবর্তীকালে সেখানে তাঁরা দুটি চারা রোপণ করে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে কর্মসূচি শেষ করেন।